
পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।বুধবার (৩জুলাই) সকাল সাড়ে এগারোটায় ইউনিয়ন পরিষদের সামনে ও ১২টায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যানের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোঃ সুজন জোমাদ্দার,চার নম্বর ওয়ার্ড ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুবকর জোমাদ্দার,সাবেক ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর জোমাদ্দার,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল শরীফ, জেলে মনোরঞ্জন করাতি,জেলে পরিবারের সদস্য তানিয়া আক্তার, সাগর ও সেলিম সিকদার প্রমুখ। বক্তারা অবিলম্বে চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুরের বিরুদ্ধে আনীত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন।
জানাগেছে ২৯ জুন শনিবার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় জেলেদের অনুরোধে খাদ্যগুদাম থেকে ভিজিএফ’র চাল সংগ্রহ করে গ্রামপুলিশের সহায়তায় বিতরণের জন্য চেয়ারম্যানের বাসার সামনে একটি ঘরে মজুদ করেছিলেন যা পরেরদিন রোববার বিতরণ করার কথা ছিলো। এ খবর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে রাত সাড়ে দশটার দিকে চেয়ারম্যানের বাড়িতে আসেন তিনি। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে মজুদ করায় উক্ত চাল জব্দ করেন এবং স্থানীয় মেম্বারের জিম্মায় রাখেন। এ বিষয়ে ৩০ জুন রোববার বিকেলে দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেন।
চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুকুর বলেন, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ইতোপূর্বেও জেলেদের অনুরোধে নিজ এলাকায় চাল বিতরণ করেছেন। তবে ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যত্র জায়গায় বসে চাল দেয়া ন্যায়সঙ্গত হয়নি বলে স্বীকার করেছেন।