
দিনাজপুরের পার্বতীপুর বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী,
ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন করেছে।
জীবন ও বসতভিটা রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে চৌহাটি গ্রামের নারী পুরুষরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
আজ সকাল ১১ টায় কয়লা খনি গেটের সামনে চৌহাটি গ্রামের প্রায় এক হাজার পরিবারের ৫ হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন এই মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপদেষ্টা, শাহ এনামুল হক,সভাপতি মোতালেব মতিয়ার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী,
এ সময় তারা আল্টিমেটাম দেন আগামী ১৫ জুলাই এর মধ্যে দাবী মানা না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে।