
ধর্ষণ মামলায় দীর্ঘ দিন ধরে পলাতক আসামি সোহান শেখকে গ্রেফতার করেছে র্যাব-১০। মঙ্গলবার (২ জুলাই) রাতে তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার ফারিয়া গার্মেন্টস মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
ফরিদপুরের নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি সোহান।
বুধবার (৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম.জে.সোহেল।
পুলিশের এই কর্মকর্তা জানান,গত ২৩ জুন তার বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা করেন। গ্রেফতারকৃত সেই মহিলাকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তিনি মামলার পর হতে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ফরিদপুর,ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন।
আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ডিআই/এসকে