বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মী সভা সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে শহরের হাসিবুল হাসান লাভলুর সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও পরে ফরিদপুর জেলা যুবলীগের কর্মীসভা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক গোলাম ফেরদৌস ইব্রাহিম, বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান খান রাহাত, আহ্বায়ক কমিটির সদস্য সেলিমুজ্জামান লিটু , মুস্তাফিজুর রহমান শুভ, হাসিবুল হাসান জিহাদ, অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান তালুকদার শামীম।সভায় বক্তারা আওয়ামী যুবলীগ বিগত দিনের কার্যক্রম প্রশংসা করেন। বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ঐক্যবদ্ধ। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে সংগঠনকে শক্তিশালী করতে হলে একটি সুসংগঠিত কমিটি করার আহ্বান জানান। আলোচনা সভায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ , নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।