
খালের পানি ব্যবহারে অভ্যাস্ত করলে নিজেদের সুবিদার্থে নিজেরাই খালে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবে এবং খালের পানি দূষণ করা থেকেও বিরত থাকবে এমন পরিকল্পনাকে সামনে রেখে খালের পানি ব্যবহারের সুবিদার্থে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় কালকিনি উপজেলা পরিষদের উদ্যোগে একটি পাকা ঘাটলা নির্মান করা হচ্ছে। আজ(বুধবার) বিকেলে ঘাটলা নির্মানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের আহবায়ক এমদাদুল হক সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সদস্য সচিব ইকবাল হোসেন, কালকিনি পৌর কাউন্সিলর মোঃ মেসবাহুল হুক সহ স্থানীয় নেতৃবৃন্দ।