
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া পুলিশের অভিযানে এক পেশাদার চোরসহ দুই জন আটক । তাদের এক জনের নাম মোঃ সায়েম (২০) সে লোহাগাড়া পুঠিবীলা ইউনিয়নের শরিয়া নতুন পাড়া এলাকার মোঃ হামিদ এর ছেলে। স্থানীয়রা জানান গত ১৫ দিন ধরে কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন মসজিদের ব্যাটারি ,মেশিন,দান বক্সের টাকা ও টিউবওয়েল চুরি করে এলাকায় হৈচৈ ফেলে দেয়। এমন পরিস্থিতিতে ফাঁড়ি পুলিশের আইসি ফরহাদ আলীর দিকনির্দেশনায় মঙ্গলবার (২ জুলাই) বিকালে এস আই মিঠুন ও এএসআই রুবেল দেব নাথ সহ একদল পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়নের হাইস্কুল পাড়া থেকে পেশাদার চোর সায়েমকে আটক করেন। এর পর তার দেওয়া তথ্যমতে ফাক্রিকাটা থেকে গাইবান্ধা জেলার আবুল কালামের দোকান থেকে চোরাই একটি ব্যাটারি ,দুইটি মেশিনসহ মালামাল উদ্ধার সহ তাকে আটক করেন।
তিতার পাড়া কালাচাঁদ জামে মসজিদের সভাপতি শামসুল আলম ও নতুন তিতার পাড়া বাইতুনুর জামে মসজিদের সভাপতি মমতাজুল ইসলাম জানান, তাদের মসজিদের মাইকের মেশিন, টিউবওয়েল, গর্জনিয়া বাজার মসজিদের ব্যাটারি, চাকমার কাটা মসজিদের মাইকের মেশিন, ব্যাটারি এছাড়াও তুলাতলি মসজিদের মাইকের মেশিন ও ব্যাটারি চুরি হওয়াতে এলাকায় চোর আতংকের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করতে সক্ষম হন।আইসি ফরহাদ আলী জানান সায়েম পেশাদার চোর তার বিরুদ্ধে বান্দরবান ও লোহাগাড়া থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি আরো জানান এলাকায় চোর, ডাকাত, সন্ত্রাস ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না অভিযান চলমান রয়েছে।
–