
বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারীদের নিয়ে গঠিত ময়মনসিংহস্থ নান্দাইল কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু নছর ভূইঁয়া মাসুক’কে সভাপতি ও ময়মনসিংহ জেলা
মহানগর আওয়ামীলীগের সম্মানিত সদস্য তারাকান্দা মেখ মুজিব ডিগ্রী কলেজের প্রভাষক হাসনাত জামান সবুজ’কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। অন্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি ৫জন যথাক্রমে মোঃ মাহমুদুল হাসান রুনু, আব্দুল ওয়াদুদ ভূইঁয়া, শেখ গিয়াস উদ্দিন, মোঃ আলিনুর খান শাহারিয়ার, আবুল কালাম
আজাদ, যুগ্ম সম্পাদক মোঃ নূরুল ইসলাম মানিক ও আনোয়ারুল হোসেন মল্লিক, সাংগঠিক সম্পাদক এমএ পলাশ ও বরকত উল্লাহ মিলন, অর্থ সম্পাদক মাসুদ পারভেজ রউফ প্রমুখ। ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও মাননীয় পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএস,পিএসপি) মহোদয় গত ৩০জুন এই কমিটির অনুমোদন প্রদান করেছেন। এই সমিতি নান্দাইল বাসীর কল্যাণে ময়মনসিংহ শহরে অধিকতর দায়িত্ব পালন করবেন বলে নান্দাইলের সর্বস্তরের সুধীজন প্রত্যাশা করছেন।