
পটুয়াখালীর দুমকী উপজেলার ৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় এ উপজেলা পরিষদের অডিটরিয়ামে উক্ত চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় দুমকী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ’র সভাপতিত্বে ও উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন গাজী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান।
এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার শিরিন ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী মৃধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষানীবৃন্দ।
পরে ৩হাজার ৯শ ৫০ জন কৃষককে ৫কেজি বীজ ধান, ১০কেজি করে ২প্রকারের ২০কেজি সার ও ৪৫০জন হত দরিদ্রদের মাঝে ৫টি করে নারিকেল চারা দেওয়া হয়।