
লালমনিরহাটের কালীগঞ্জে ১৪৮ বোতল ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর একটি অভিযানিক দল।সোমবার (১ জুলাই) উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ কিশোর এলাকা থেকে ৪ নারী মাদক কারবারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব ১৩।
আটককৃতরা হলেন, কৃষ্ণ কিশোর এলাকার মৃত অমূল্য রায়ের ছেলে ফনিভুষণ, দিনাজপুর জেলার হাকিমপুর থানার আব্দুল করিমের স্ত্রী পারুল, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বালুয়া ঘাট গ্রামের রফিকুলের স্ত্রী নুরজাহান,খাসুরিয়া গ্রামের মোকছেদ আলীর মেয়ে আমেনা বেগম এবং অপর নারী মাদক কারবারি হলেন জাহানারা বেগম। র্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ কিশোর এলাকার মাদক ব্যবসায়ী ফনি ভুষনের বাড়ী থেকে ওই ৪ নারী মাদক কারবারিকে আটক করে তাদের তল্লাসী করে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসময় ফণি ভুষনের বাড়ী থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল ও হাসুয়া এবং দা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।তাদের ৫ জনকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।