
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচন-২০২৪ এ যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম হাফিজুর রহমান শিমুল ও কার্যকরী সদস্য পদে সুকুমার দাশ বাচ্ছু বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২ জুলাই-২৪) বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংস্থার সিনিঃ সহ সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। সংস্থার উপজেলা সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, সংস্থার সহ সভাপতি ইশারাত আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু,
জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এবং জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ।