
রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় পৌনে এক ঘণ্টা পর বেলা পৌনে দুইটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে মঙ্গলবার (২ জুলাই) বেলা ১২টা ৫৩ মিনিটে বস্তিটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। প্রায় পৌনে এক ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর বেলা একটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, তারা ১২টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পান। পরে তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভায়।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ঘটনার তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান লিমা খানম।
ডিআই/এসকে