
পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী আরাম বাগ নিবাসী মোঃ মাসুদুজ্জামান কাজল। ১ জুলাই সোমবার বেলা ১২ টায় তার এ সংবাদ সম্মেলন উক্ত ক্লাবে অনুষ্ঠিত হয়।এসময় তিনি তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন,আরাম বাগ বাইতুল রেদোয়ান জামে মসজিদ রক্ষা করার জন্য তার নামে একটি চাঁদাবাজি মামলা হয়।এ মামলায় তাকে সহ তার আরেক ভাইকে জড়ানো হয়। এ নিয়ে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ৩ টি মামলা হয়েছে। শেষের মামলা নং সি,আর ১৭২০/২০২৩। সর্বশেষ তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সে মামলার প্রতিবেদন কোর্টে দেয়ার আগে পিবিআই ঘটনা স্হলে যায়নি এবং তাদের বক্তব্য নেয়নি। মোঃ মাসুদুজ্জামান কাজল এসময় সংবাদ সম্মেলনে যাদের অভিযুক্ত করেছেন তারা তার প্রতিবেশী এবং তাদের নাম গাজী আবু সাইয়েদ প্রভেসর ও তার জামাতা আবু সালেহ’র নাম উল্লেখ করেছেন। এ বিষয় মুঠোফোনে জানতে চাইলে আবু সালেহ বলেন, তিনি কোনও রিপোর্টারের সাথে এ ব্যাপারে কথা বলতে চান না এই বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উক্ত সংবাদ সম্মেলনে এসময় মোঃ মাসুদুজ্জামান কাজল এর সাথে তার স্ত্রী মোসাঃ দিলরুবা হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও এ সংবাদ সম্মেলনে উক্ত সময় পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।