
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের দক্ষিন দলদলিয়া অর্জুন গ্রামে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিরা হলেন দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামের দেলদার হোসেনের ছেলে আবু তাহের (৫৬) ও তার ছেলে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী রাসেল মিয়া (১৭)।
পরিবার ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় নিজ বাড়ীতে বৈদ্যুতিক লাইন মেরামত করতে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে রাসেল মিয়া। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে বাবা আবু তাহেরও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় ঘটনাস্থলে বাবা ও ছেলের মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।