1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  6. admin@sokalerkhobor24.com : unikbd :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদার এর বিরুদ্ধে দুদকের মামলা কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু আর নেই কলাপাড়ায় ক্ষতিকারক সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ জানাতে সম্প্রদায় বিষয়ক সংলাপ নওগাঁ জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার নাইক্ষ্যংছড়িতে মাদক-চোরাচালান রুখতে বিজিবির সচেতনতা সভা:আহত ৬ জনকে আর্থিক সহায়তা নকলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত নগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার আনোয়ারা থানা পুলিশ কর্তৃক দেশি-বিদেশী অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার ১ কুড়িগ্রামে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদের পদযাত্রা বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড

ঝালকাঠিতে আইনজীবীর সদস্যপদ থেকে আমু-ওমরের নাম আগেই বাদ: এ্যড শাহাদাৎ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬২ বার পঠিত

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ জন আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। সোমবার (১৬ জুন) দুপুরে সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত হওয়ার পর এ নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে। তবে বিতর্কিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমু এবং ব্যারিস্টার শাহজাহান ওমরের নাম বাদ পড়াদের তালিকায় ছিল না, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, ‘গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর জেলা আইনজীবী সমিতির পুরোনো কমিটির নেতারা আত্মগোপনে চলে যান। তখন আমরা একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করি এবং সেই কমিটির সভায় আমির হোসেন আমু ও ব্যারিস্টার শাহজাহান ওমরের আজীবন সদস্যপদ বাতিল করা হয়। ফলে সোমবারের নতুন তালিকায় তাঁদের নাম ছিল না।’

তিনি আরও বলেন, ‘এবার শুধু আওয়ামী লীগ নয়, যেসব সদস্য বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, তাদেরও বাদ দেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অপরাধের প্রমাণ মিললে আরও অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, ‘কোনো ধারা অনুযায়ী কারো সদস্যপদ বাতিল করা হয়েছে তা চিঠিতে উল্লেখ নেই, তবে এ সিদ্ধান্ত রেজুলেশনে সংরক্ষিত থাকবে।’সদস্যপদ বাতিল হওয়া ১৬ জনের মধ্যে রয়েছেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সাবেক সহ-সভাপতি মো. মঞ্জুর হোসেন ও তাঁর ছেলে মো. মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌশলী (জিপি) তপন কুমার রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান (মনু), সাবেক সভাপতি মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্য সচিব জি.কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস. এম. রুহুল আমীন রিজভী।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই পদক্ষেপকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনা চলছে। জেলা আইনজীবী সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com