হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শায়েস্তাগঞ্জ দেউন্দি আঞ্চলিক মহাসড়কের বাবুবাড়ির নিকট সুতাং নদীর উপর নির্মিত ব্রীজ প্রায় ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এসে পরিদর্শন কালে বলে যান কাজের কাজ কিছু হয় না ব্রিজটির মাঝখানে ভাঙা যানবাহনসহ স্থানীয় লোকজন প্রায়ই দুর্ঘটনা শিকার হচ্ছেন।
এলাকার জনসাধারণ জানান দেউন্দি-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক এসড়ক দিয়ে দৈনিক শতশত ছোটবড় যানবাহন চলাচল করে।
কিন্তু কোটি টাকা বেয়ে সুতাং নদীর উপর নির্মিত ব্রীজের মাঝখানের বড় একটি অংশ প্রায় দশ বছর পূর্ব নদীতে ভেঙ্গে পড়ে যায়। আমাদের প্রতিনিধি জানান সেতটির উপরে উঠলে নিজেরই হার্টপিট বেড়ে যায় মনে হয় এখনই ব্রিজটা বেঙ্গে পড়বে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন
স্থানীয় লোকজন ব্রীজের ভাঙ্গা স্থানটির জায়গায় একটি প্ল্যাব বসিয়েছেন। এ সময় সেখানে থাকা কয়েকজন বলেন, প্রায় দশ বছর ধরে, ব্রীজটি এই অবস্থায় পড়ে রয়েছে। অনেক - জনপ্রতিনিধি এটি মেরামতের আশ্বাস দিয়েও তা করা হয়নি "
স্থানীয় জমির আলী নামে এক ব্যক্তি জানান, গত দশ বছরে ব্রীজটিতে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। কেউ এই ব্রিজ মেরামত করে না। আমরা স্থানীয়রা কয়েকদিন পর পর স্ল্যাবের উপর বালুর বস্তা দেই। এভাবেই দিনের পর দিন চলছে।
দেউন্দি এলাকার তৈয়ব আলী জানান, বড় বালুর ট্রাক আসা- যাওয়া করায় ব্রীজের ভাঙ্গা দিনদিন বড় হচ্ছে। যে কোন সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এসে পরিদর্শন করলেও ব্রীজটি কোন কাজের কাজ হচ্ছে না । এ প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারি প্রকৌশলী মোঃ শাহিন ইসলাম জানান, এখানে নতুন একটি ব্রীজ নির্মাণের জন্য দরপত্র আহবানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে শিগগিরই কাজ শুরু হবে।