
পটুয়াখালীতে বরিশাল রেঞ্জ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, ৩০ জুন রবিবার বিকালে পটুয়াখালী পুলিশ লাইন মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় ভোলা জেলা পুলিশ ফুটবল টিমকে ১-০ গোলে হারিয়ে পটুয়াখালী জেলা পুলিশ ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়।পরে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উভয় দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশের অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাগন।