
একজন অজ্ঞাতনামা মৃত মেয়ে শিশুর পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান করেছে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। মৃত মেয়ে শিশুর আনুমানিক বয়স ৫/৬ বছর।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানানো হয়,৩০ জুন ২০২৪ সকাল সাড়ে আটটার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ সরণির নির্মানাধীন ডিপিডিসি বিল্ডিংয়ের বাউন্ডারীর টিনের বেড়ার কাছে একজন অজ্ঞাতনামা মেয়ে শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছে। এ সংক্রান্তে ওইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা রুজু হয়েছে।
ছবিতে প্রদর্শিত মৃত মেয়ে শিশুর চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হোসেন মোহাম্মদ গোলাম মোস্তফা (০১৭১৪৩৫৫৮২৭), তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার (০১৩২০০৪০৮৩৭) অথবা অফিসার ইনচার্জ (০১৩২০০৪০৮৩০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ডিআই/এসকে