
যশোরের ঝিকরগাছা পৌরসভার ২৭ তম সভায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার ঝিকরগাছা পৌরসভার জন্য বাজেট ধরা হয়েছে ১১২ কোটি ৬৮ লাখ ২৭ হাজার ২ শত ৬৯ টাকা ১৪ পয়সা।
সেখানে প্রাপ্ত রাজস্ব খাতে টাকা ধরা হয়েছে ৮ কোটি ৮৪ লাখ ৭৫ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৫৬ টাকা। উন্নয়ন খাত থেকে প্রাপ্ত টাকা ধরা হয়েছে ১০৩ কোটি ৬৮ লাখ টাকা, উন্নয়ন ব্যয় টাকা ধরা হয়েছে ১০৩ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। মোট প্রাপ্ত টাকা ধরা হয়েছে ১১২ কোটি ৫২ লাখ ৭৫ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ১১২ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৫৬ টাকা। প্রারম্ভিক জের হিসেবে টাকা ধরা হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ২ শত ৬৯ টাকা এবং সমাপ্তি জের হিসেবে ধরা হয়েছে ৭ লাখ ৬৭ হাজার ২১৩ টাকা ১৪ পয়সা।
রবিবার (৩০শে জুন) সকাল ১১টায় পৌর মেয়রের কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। পৌরসভার বাজেট পেশ করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।
বাজেট সভায় উপস্থিত ছিলেন – ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রমজান শরীফ বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল অধিকারী।