
রাজশাহীর পুঠিয়া দুর্গাপুরের সাবেক এম.পি এ্যাডভোকেট নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন। আজ (৩০.০৬.২০২৪ খ্রি.) রবিবার দুপুর ১২:১০ মিনিট নাগাদ ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বলে সূত্র জানায়। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তরুণ এই রাজনৈতিক নেতার মৃত্যুতে জাতি এক সম্ভাবনাময় রাজনৈতিক নেতাকে হারালো।
নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসন থেকে জুন ১৯৯৬ সালে ৭ম ও ২০০১ সালের ৮ম জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসন থেকে পরাজিত হয়েছিলেন। তিনি রাজশাহী জেলা ছাত্রদল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, সাবেক এম. পি নাদিম মোস্তফার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুমের নামাজে জানাজা আগামীকাল সোমবার নিম্ন লিখিত সময় সূচী মোতাবেক অনুষ্ঠিত হবে। দুর্গাপুরে সকাল ১০.০০ ঘটিকায়। পুঠিয়ায় সকাল ১১.০০ ঘটিকায়।রাজশাহীস্থ হযরত শাহমাখদুম জাতীয় ঈদগাহ ময়দানে বেলা ১.৩০ মি. (বাদ যোহর)অনুষ্ঠিত হবে বলে সূত্রে জানা গেছে।