
পটুয়াখালীর দুমকীর আঙ্গারিয়া ইউপির চেয়ারম্যানের বাড়িতে চাল জব্দের খবর পাওয়া গেছে।সুত্রে জানা গেছে, ২৯ জুন শনিবার রাতে এ ইউপির চেয়ারম্যানের বাড়ি থেকে সাড়ে ১৭টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন বলে জানা যায়।
সুত্রে আরও জানা গেছে, এ চাল জেলেদের ( মৎস্য ভিজিএফ’র) চাল।এ
বিষয় জানতে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ গোলাম মরতুজা ( শুক্কুর)’র মুঠোফোনে কল দিলেও তিনি ফোন কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উক্ত বিষয় জানতে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার ও দুমকীর পল্লী সঞ্চয় ব্যাংক’র ম্যানেজার এর মুঠোফোন নম্বর শত চেষ্টা করেও সংগ্রহ করতে না পারায় তার বক্তব্য নেওয়া যায় নি। এব্যাপারে জানতে দুমকী উপজেলা মৎস্য অফিসার (চঃদাঃ) মোহাম্মদ নুরুল ইসলাম’র মুঠোফোনে কল দিলে তিনি সকালের খবর নিউজ পোর্টাল কে বলেন, তিনি ছুটি নিয়ে বরিশালে গেছেন। তার ছেলের আগামীকাল পরীক্ষা। তাকে দুমকী উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে জানিয়েছেন। তিনি আগামীকাল দুমকী আসবেন এই কথা বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
দুমকী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোহাম্মদ আলী’র কাছে আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসারের মুঠোফোন নম্বর চাইলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন তার কাছে এই মূহুর্তে নেই এবং আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিষয় টি তিনি দুমকী উপজেলা নির্বাহী অফিসার এর নিকট থেকে মুঠোফোনে শুনেছেন এবং ঘটনা স্হলে উপজেলা নির্বাহী অফিসার আছেন এই বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
উক্ত বিষয় জানতে দুমকী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন মাহমুদ’র মুঠোফোনে কল দিলে তিনি এ প্রতিবেদক কে জানান, চাল জব্দের সত্যতা আছে,তিনি স্পটে আছেন। তাকে এসময় এ প্রতিবেদক কত টন চাল জব্দ হয়েছে জানতে চাইলে তিনি বলেন এ প্রতিবেদক কে পরে জানাবেন বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয় জানতে দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন -অর – রশিদ হাওলাদার এর মুঠোফোনে কল দিলে তিনি এ প্রতিবেদক কে বলেন, চাল জব্দের বিষয় টি তিনি শুনেছেন, সরকারি চাল কোন অবস্থাতেই বাড়িতে নেওয়ার কোন সুযোগ নেই, চাল জব্দ ও এবিষয় মামলা না হলে সেটা হবে দুঃখ জনক। এছাড়াও তিনি বলেন, জনগন রাস্তায় নেমে পড়তে পাড়ে তার কাছে সাউন্ড এসেছে এই বলে তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।