
সম্মানিত নগরিকদের দারগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করতে রৌমারী সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি মো.মিজানুর রহমান।
আগামীর’স্মার্ট বাংলাদেশ’ গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক উপায়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। যেকোন টেকসই উন্নয়নের প্রধানতম পূর্বশর্ত টেকসই নিরাপত্তা,যা নিশ্চিত করতে সম্মিলিতভাবে নিরন্তন নিরলস পরিশ্রম করে যাচ্ছে পুলিশ।
এরই ধারাবহিকতায় শনিবার ( ২৯ জুন) কুড়িগ্রাম জেলার নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত ও সম্মানিত নাগরিকদের দারগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষে কুড়িগ্রাম জেলার রৌমারী সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান।
পরিদর্শন সময়ে অতিরিক্ত ডিআইজি মহোদয় রৌমারী সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সমূহ ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম,রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম,রৌমারী থানার অফিসার আব্দুল্লাহ হিল জামান,ঢুষমারা থানার অফিসার ইনচার্জ আবু সাঁয়েম মিয়া রাজিবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আতাউর রহমান।
রৌমারী সার্কেল অফিস পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি রৌমারী থানায় ও সার্কেল অফিসে কর্মরত সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবে পূর্বের চেয়ে আরো বেগবান হয়ে পুলিশি সেবা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
টেকসই নিরাপত্তা ও উন্নয়নের নির্মোহ সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে