
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর হাসপাতালে মূল ফটক থাকা সত্তে¡ও মুমূর্ষ রোগীদের জন্য দ্রুত চিকিৎসা সেবা পেতে “পকেট গেইট” নির্মাণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। উক্ত
দাবী বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (২৯শে জুন) সকাল সাড়ে ১১টার দিকে নান্দাইল বাজারের মোরগ মহালে এই মানববন্ধনের আয়োজন করে নান্দাইলের সচেতন নাগরিকবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাম মুস্তফা সরকার, আলআমিন, কাউসার হোসেন হিমেল, মনোয়ার হোসেন বাদল, হারিস উদ্দিন,সোহাগ মাষ্টার সহ আরও অনেকেই। এসময় বক্তারা বলেন, নান্দাইল হাসপাতালে মূল ফটক দিয়ে জরুরী রোগী নিয়ে যাওয়ার সময় যানজট সহ নানান জটিলতা পোহাতে হয়। তাই সময় লাঘবের জন্য মূল ফটকের পাশাপাশি
আরেকটি পকেট গেইট থাকলে দ্রুত সময়ে সরকারী হাসপাতালের চিকিৎসা নিতে পারবে সাধারণ লোকজন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান বলেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ ক্রমে জনদুর্ভোগ নিরসনের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় তা দ্রুত বিবেচনা করা হবে।”