নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে
এক কৃষকের করুন মৃত্যু।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। তার নাম মোঃ আবু বক্কর (৬০) সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়াড় ফুলতলী গ্রামের, মৃত্যু আলী মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায় শনিবার (২৯ জুন) সকাল ১১ টার সময় ফুলতলী গ্রামে পাহাড়ের নিচে এক ঝিরিতে কৃষি জমিতে কাজ করছিল। এসময় বিশাল এক পাহাড়ের মাটি সরে এসে চাপা পড়লে সে ঘটনা স্থলে মারা যান। আশপাশের কৃষকরা ঘটনাটি লক্ষ করে দ্রুত ছুটে এসে স্থানীয়দের সহযোগীতায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মন্নান জানান এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিন বিকালে নিহত আবু বক্করের জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।