
ফরিদপুর জেলা স্কুলে এসএসসি ২০২৪ এর জিপিএ ফাইভ ও ৪১ তম বিসিএস থেকে নিয়োগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ দশটায় বিদ্যালয়ের প্রঙ্গনে জেলা স্কুলের আয়োজন এই সংবর্ধনা প্রদান সহ এক আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বানু,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ হাফিজুর রহমান,জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম,সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল সহ বিদ্যালয়ের প্রভাতী শাখার শিক্ষক স্বপন কুমার ভৌমিক।
বিদ্যালয় শিক্ষক নুর ইসলাম কাজল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তরা এসএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছেন এবং ৪১তম বিসিএস নিয়োগে কৃতকার্য হয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানায়, পাশাপাশি আগামীতে তারা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সকল শিক্ষার্থীদের অভিভাবকদের কে ও অভিনন্দন জানানো হয়।
এ সময় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বক্তরা বলেন, এখন থেকেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতে হবে এবং আগামীতে পথ গুলো সুন্দর করে গড়ে তুলতে হবে। হতাশ হওয়া যাবেনা। ভালো সময় আসবে, সেই সময়কে কাজে লাগাতে পারলেই জীবনে উন্নতি করা সম্ভব। পাশাপাশি দেশকে ভালবাসতে হবে দেশের মানুষকে ভালবাসতে হবে,নিজেকে ভালোবাসতে হবে এবং অভিভাবকদেরও ভালোবাসতে হবে, তাহলে জীবনে উন্নতি হবেই।অনুষ্ঠানে ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন ৪ শিক্ষার্থী নেয়ামত আলী খান,শুভ্র দেব মন্ডল, কুন্তল বিশ্বাস, তাজবীদুল ইসলাম ইসকেন ৪১ তম বিসিএস পরীক্ষায় নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়। উল্লেখ করা যেতে পারে এ বিদ্যালয় থেকে মোট ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ লাভ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।