ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন

ফরিদপুর এসএসসি জিপিএ- ৫ শিক্ষার্থী ও ৪১তম বিসিএস নিযোগ প্রাপ্তদের সংবর্ধনা

ফরিদপুর জেলা স্কুলে এসএসসি ২০২৪ এর জিপিএ ফাইভ ‌ও ৪১ তম বিসিএস থেকে নিয়োগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকাল ১০ দশটায় বিদ্যালয়ের প্রঙ্গনে জেলা স্কুলের আয়োজন এই সংবর্ধনা প্রদান সহ এক‌ আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বানু,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ‌ মোঃ হাফিজুর রহমান,জেলা পুলিশ সুপার মোর্শেদ আলম,সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার ‌ বিষ্ণুপদ ঘোষাল সহ বিদ্যালয়ের প্রভাতী শাখার শিক্ষক স্বপন কুমার ভৌমিক।

বিদ্যালয় শিক্ষক নুর ইসলাম কাজল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তরা এসএসসিতে যারা জিপিএ-৫ পেয়েছেন এবং ৪১তম বিসিএস নিয়োগে কৃতকার্য হয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানায়, পাশাপাশি আগামীতে তারা এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সকল শিক্ষার্থীদের অভিভাবকদের কে ও অভিনন্দন জানানো হয়।

এ সময় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বক্তরা বলেন, এখন থেকেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতে হবে এবং আগামীতে পথ গুলো সুন্দর করে গড়ে তুলতে হবে। হতাশ হওয়া যাবেনা। ভালো সময় আসবে, সেই সময়কে কাজে লাগাতে পারলেই জীবনে উন্নতি করা সম্ভব। পাশাপাশি দেশকে ভালবাসতে হবে দেশের মানুষকে ভালবাসতে হবে,নিজেকে ভালোবাসতে হবে এবং অভিভাবকদেরও ভালোবাসতে হবে, তাহলে জীবনে উন্নতি হবেই।অনুষ্ঠানে ফরিদপুর জেলা স্কুলের প্রাক্তন ৪ শিক্ষার্থী নেয়ামত আলী খান,শুভ্র দেব মন্ডল, কুন্তল বিশ্বাস, তাজবীদুল ইসলাম ইসকেন ৪১ তম বিসিএস পরীক্ষায় নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাদের অভিনন্দন জানানো হয়। উল্লেখ করা যেতে পারে এ বিদ্যালয় থেকে মোট ১৫৯ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ লাভ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

শেয়ার করুনঃ