
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১১নং নিঝুমদ্বীপ ইউনিয়নে সেকান্তর হোসেন (৫৫) নামে মেঘনা নদী থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯শে জুন (রোজ শনিবার) সকাল ৯টার দিকে সেকান্তর হোসেন নামে ঐ কৃষক দমারচর এলাকায় চাষাবাদে যান, চাষাবাদ শেষে হেটে নদী পারাপারের সময় জোয়ারের অতিরিক্ত স্রোতের কবলে পড়ে নিখোঁজ হয়।পরে স্থানীয়রা খবর পেয়ে নদীতে অনেক খোঁজাখুঁজির পর প্রায় দুপুর একটার দিকে তার লাশ খুঁজে পেয়ে উদ্ধার করেন।মৃত মোঃ সেকান্তর হোসেন উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ছেরাজুল হকের ছেলে।প্রতিবেশী মসজিদ ইমাম মাওলানা মোঃ শাহিন খান নিহতের সম্পর্কে নাতী সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের ন্যায় দমারচর থেকে নদী পথে হেটে আসার সময় স্রোতের কবলে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, দমারচর আর নিঝুমদ্বীপের মাঝখানে ছোট্ট একটি নদী, যা ভাটার সময় পায়ে হেটে পার হওয়া যায়। জোয়ার আসলেই বিপদে পড়েন পায়ে হেটে আসা পথচারীরা।