যশোরের ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামে ভ্যানের ধাক্কায় ইয়ানুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাজার থেকে সদয় নিয়ে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে ভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই আনারুল ইসলাম জানিয়েছেন, ইয়ানুর রহমানের গ্রামের বাড়ি পাঁচপোতা গ্রামে। তিনি ঢাকার সদরঘাটের ফাতেহাবাদ এলাকায় গার্মেন্টসের ব্যবসা করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন। গতকাল বৃহষ্পতিবার মাগরিবের সময় গ্রামের বাজার থেকে সদায় নিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে পৌঁছেলে একটি চার্জার ভ্যান এসে পিছন থেকে ইয়ানুর রহমানকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর চিকিৎসার জন্য আনুমানিক রাত ৮ টা ১৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন ইয়ানুরকে মৃত ঘোষণা করে বলেন, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে।