
গাজীপুরের কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধিকে নগদ অর্থ সহযোগীতা প্রদান করা হয়েছে।
এই সংগঠনটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য কাজ করছে অসহায়দের স্বাবলম্বী করতে দুস্থ অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ, ছাগল বিতরণ, হুইল চেয়ার বিতরণ, ও আর্থিক অনুদান সহ,সহযোগিতা করে আসছে, এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ফলজ ও বনজী গাছ রোপণ করে আসছে।তারই ধারাবাহিকতায় ২৮শে জুন শুক্রবার বিকেলে কালীগঞ্জ গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের কার্যালয়ে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের মৃত বাতেন ফকিরের শারীরিক প্রতিবন্ধি পুত্র বাছির উদ্দিন ফকিরকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগীতা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট কল্যাণ ফোরামের সভাপতি মফিজুর রহমান কবির, সদস্য আরিফ আমান ভুইয়া, তাসলিমা রহমান লাভলী, দপ্তর সম্পাদক সোহরাব আলী সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাশেদ,সদস্য মহসিন মাহমুদ, আঃ কাদির, হাফিজুল্লাহ,কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।