
আমতলী উপজেলার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। জানা গেছে, আমতলী টু মহিষকাটা বাজার সংলগ্ন সড়কে ২৮ জুন শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা এক যাত্রী গুরুত্বর আহত হয়।পরে থাকে আমতলীর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের নাম মোঃ মন্জু খান। তার বাড়ি পটুয়াখালীর পুর্ব হেতালীয়া বাধঘাট এলাকায়। তিনি ছিলেন হোটেল ও মৎস্য ব্যবসায়ী। আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছে। বাসের সম্মুখভাগ দুমরে-মুচরে গেছে। বাস ও মটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঞ্জুখান নামের এক একজনকে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।