
হবিগঞ্জের মাধবপুরে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।
বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১২ টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের দক্ষিণ ধর্মঘর সস্তামোড়া এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একজনকে গ্রেপ্তার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আতাউল গনি মজুমদার ।
গ্রেফতারকৃত আলফাজ মিয়া (৫৫) সস্তামোড়া এলাকার মৃত সমুজ আলীর ছেলে ।ওসি রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হচ্ছে ।