
বরগুনার আমতলী উপজেলার ঢাকা কুয়াকাটা রোডে পৃথক দুইটি
সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ৫ জন।শুক্রবার(২৮ জুন)সকালে আমতলী উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর
সাইকেলে থাকা পটুয়াখালীর পুর্ব হেতালীয়া বাধঘাট এলাকার ইউপি সদস্য শহিদুল ইসলাম খানের মেজ ভাই বিশিষ্ট হোটেল ও মাছের আড়ৎ ব্যবসায়ী মঞ্জু খান গুরুতর আহত হলে আমতলী ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাথে থাকা আরো একজন গুরুতর আহত হলে তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।অপরদিকে একই সড়কের আমতলীর ঘটখালী এলাকায় বাস, ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪
জন গুরুতর আহত হয়। তাদেরকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।এব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। বাসের সম্মুখভাগ দুমরে-মুচরে গেছে। বাস ও মটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঞ্জুখান নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে।