বিএনপির ডাকা দুদিনের অবরোধের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটেপ্রতিবাদ মিছিল করেছে সাধারণ শ্রমিকরা।সোমবার দুপুরে পৌর এলাকার ইসলামপুরে অবস্থিত ২৪৫ শ্রমিক ইউনিয়ন র্কাযালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়।এতে শ্রমিক.সংগঠনটির.সভাপতি শাহিন আকতারের নেতৃত্বে প্রায় শতাধিক শ্রমিক থানা মোড় ও
ওসমানপুর উপজেলা পরিষদ র্পযন্ত মহাসড়ক প্রদক্ষিণ করে। র্অধ শতাধিক মোটরসাইকেল যোগে এই প্রতিবাদ বিক্ষোভে বিএনপির ডাকা র্সবাত্বক অবরোধের প্রতিবাদে নানা রকম স্লোগান দেন সাধারণ শ্রমিকরা।
২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন আকতার বলেন, যেকোন রাজনৈতিক.দল হরতাল কিংবা অবরোধের ডাক দিলে প্রথম প্রভাব পড়ে শ্রমিকদের উপর। যানবাহন বন্ধ থাকায় পরিবার নিয়ে র্অধাহার থাকতে হয় সাধারণ শ্রমিকদেরকে। তাই বিএনপির ডাকা লাগাতার অবরোধ ও হরতালের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সড়কে যানবাহন বন্ধ রাখতে হয়,এমন আন্দোলন থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।