
পটুয়াখালীর দুমকীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ উপজেলার মুরাদিয়া ইউপির ৩নং ওয়ার্ডের নূরানি মাদ্রাসার সামনে ও দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়,উক্ত ইউপির কাজেম আলী বিশ্বাসের বাড়িতে ওয়ারিশদার সুত্রে একটি ঘর তুলে বসবাস করতেন জাহাঙ্গীর মৃধা। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালে’র তান্ডবে জাহাঙ্গীর মৃধা’র ঘরটি ক্ষতিগ্রস্ত হয়।এ ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে এদিন সকাল ৮টার দিকে মিস্ত্রি আনলে জাহাঙ্গীর মৃধা ও কাজেম আলী বিশ্বাসের লোকজনের সঙ্গে বাকবিতন্ডতা হয়। পরে বেলা ১১ টার দিকে এ ইউনিয়নের উক্ত নূরানি মাদ্রাসার সামনে জাহাঙ্গীর মৃধা’র শ্যালক সাইদুল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কাজেম আলী বিশ্বাসকে কুপিয়ে আহত করেন। এসময় সাইদুল ইসলাম নিজেও আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।সেখানে দুপুর ১ টার দিকে কাজেম আলী বিশ্বাসের লোকজন সাইদুল ও তার চাচতো ভাই মামুনের ওপর হামলা করেন।
এ বিষয় জানতে চাইলে সাংবাদিকদের সাইদুল ইসলাম বলেন, তার দুলা ভাইর সাথে কাজেম আলী বিশ্বাসের সাথে জমিজমার মামলা উচ্চ আদালতে চলমান। শুধু তাই নয় তার বাবাও নিজে ওই বাড়িতে জমি পাবেন। আর তিনি কাজম আলী বিশ্বাসের উপর হামলার ব্যাপারে অভিযোগ অস্বীকার করেন।
উক্ত বিষয় জানতে অনেক চেষ্টা করেও কাজম আলী বিশ্বাসের সাথে যোগাযোগ করা যায়নি। এ জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
মুরাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি)’র চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার সাংবাদিকদের বলেন, ওই বাড়িতে দীর্ঘদিনের পুরানো একটি ঘর জাহাঙ্গীর মৃধা’র রয়েছে। সেটি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আর কোন ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত তার জানা নেই।
এ ব্যাপারে জানতে চাইলে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।