
ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার সকলে এই উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।পরে শহরের ব্রহ্মসমাজ সড়কে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদা, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ .কে আজাদ। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সদর উপজেলার নির্বাহী অফিসার তামান্না তাসনীম, বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুছ ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, গাছ মানুষকে অক্সিজেন দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সবাইকে একটি করে ফলজ বনজ ও ঔষধি গাছ রোপণ করার আহ্বান জানান, পাশাপাশি সেগুলোকে পরিচর্যা করুন। ফরিদপুর চর অঞ্চলে বনায়ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, এ বছর দেড় লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ ছাড়া পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে গাছের চারা রোপণ করা হবে।পরে ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
এবছর মোট ৩৫ স্টল রয়েছে বৃক্ষ মেলায়।
এর আগে বেলুন উড়িয়ে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।