
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মোঃ শহিদ আলম আকন(৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়।৬ নভেম্বর সোমবার সকাল ৯:৩০ মিনিটের সময় মির্জাগঞ্জ ইউনিয়নের পিপরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল আকন ঐ ইউনিয়নের হাশেম আকনের ছেলে ,এবং তিন সন্তানের জনক ঘটনা স্থলে মৃত্যু ঘটে,জানা যায় শহিদুল তার একই বাড়ির হারুন আকনের পুকুরে মাছ ধরতে গিয়ে ইলেকট্রিক্যাল ওয়াটার পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়, পরে তাকে স্হানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন থানায় অপমৃত্যু মামলা হয়েছে।