
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের উদ্যোগে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে রহমানিয়া নূরানী প্রি- ক্যাডেট মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। আঃ রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ মাদরাসা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক, গাউসুল আলম গোলজার, একে এম নূরুল আলম বি এস সি, শফিউল আলম, হাফেজ মাসুম মিয়া, শাহ আলম সরকার,আঃ কাদের, শফিকুল ইসলাম সাজু, ডাঃ মোখলেছুর রহমান, মোঃ আল আমিন সরকার, আশরাফুল ইসলাম, হাফেজ সাব্বির খন্দকার, খাইরুজ্জামান মিয়া, মোঃ হাফিজুর রহমান প্রমুখ। দোয়ার মধ্য দিয়ে অনুুষ্ঠান সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন আঃ রহিম মিয়া।