
সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে নেত্রকোনার মদনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া। এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার ভূমি এটি এম আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, কৃষি অফিসার হাবিবুর রহমান, ওসি উজ্জ্বল কান্তি সরকার, জেলা উপ-পরিচালক সমাজ সেবা মোঃ শাহ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।