
ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলা চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ শোয়াইব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরউজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।
এ কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৫৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সরবরাহ করা হবে। প্রতি কৃষক ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহায়তা পাবে।
এছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ১২১ জন উপকারভোগীসহ উপজেলার মোট ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে ৫টি করে নারিকেল চারা পাবেন।
।