
ময়মনসিংহ রেঞ্জ অফিসের উদ্যোগে শেরপুরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭জুন বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ এর উদ্যেগে ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার (অপারেশনস) খোন্দকার নজমুল হাসান। উক্ত সভায়, শেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় রেঞ্জাধীন জেলা ও থানা সমূহে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্পডেস্কে সেবা গ্রহীতা সংক্রান্ত বিষয়,ও অভিযোগের পরিসংখ্যান আলোচনাসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।