
গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ মিম আক্তারকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার ( ২৭ জুন ) দুপুরে র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুর জেলার সদর উপজেলার ফৌজদারীমোড় এলাকায় র্যাব-১ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা তাঁকে গ্রেফতার করে। হত্যার ঘটনায় গৃহবধূ মিম আক্তারের বাবা ইউসুফ খান বাদী হয়ে গতকাল রাতেই হত্যা মামলা করেছেন।
গ্রেফতার আল আমিন (২৫) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার কালাই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়নের জনৈক আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সাদ গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
ভুক্তভোগী গৃহবধূ মিম আক্তার (১৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ছোট বেড়াখাড়ুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলা মাওনা গ্রামের জনৈক আব্দুস সামাদের বহুতল ভবনের তিনতলায় থাকতেন।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,সাত মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মিম ও আল আমিনের। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে এক মাস আগে স্ত্রীকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করে স্বামী আল আমিন।
পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন (মঙ্গলবার) রাত সোয়া ৮টার দিকে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর তালাবদ্ধ করে চলে যান আল আমিন। পরদিন তিনি জামালপুরে গিয়ে বন্ধু আরিফকে ফোন করে হত্যার বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আল আমিন স্ত্রী মিম আক্তারকে খুন করার পরিকল্পনা এবং হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে