প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
কালিগঞ্জে ইজিবাইক মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা নামক স্থানে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এবাদুল হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবাদুল হোসেন কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আজিজ শেখের ছেলে। আহত ব্যক্তির নাম নাজমুল গাজী। তিনি একই উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা কোয়ালপাড়া গ্রামের নুর ইসলাম গাজির ছেলে। স্থানীয়রা জানান, নিহত এবাদুল হোসেন ও তার বন্ধু নাজমুল গাজী মোটরসাইকেল নিয়ে শ্যামনগর থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের জাহাজঘাটা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এবাদুল হোসেনের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা নাজমুল গাজীকে উদ্ধার করে স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.