
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (২৬ জুন) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। এর আগে,দুপুর দেড়টার দিকে আগুন লাগে।
তিনি বলেন,নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারের পাশে একটা জাহাজে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চার ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট পথে আছে।
তবে কি ধরনের জাহাজ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
ডিআই/এসকে