
আত্রাইয়ে সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর আত্রাইয়ে সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ কর্মসূচির
শুভ উদ্বোধন করা হয়েছে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর কাচারি বাড়ি হতে আত্রাই রোড পর্যন্ত রাস্তার দুই পাশে সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
উক্ত গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম মওলা আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো.এবাদুর রহমান প্রামাণিক,মনোয়ারী ইউনিয়নের চেয়ারম্যান মো.সম্রাট হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।