প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ
কালিগঞ্জে সহিংসতা, সম্প্রীতি স্থাপনের অঙ্গীকার করলেন উপজেলা চেয়ারম্যান

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
দ্বন্দ, সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনের অঙ্গীকার রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক এক মতবিনিময় সভায় নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মেহেদী হাসান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল ২৫ জুন বেলা ১১টায় উপজেলা অডিটরিয়াম কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু। সুকুমার দাস বাচ্চু, ড. নাজমুন নাহার নূর (লুবনা) অনিন্দিতা বিশ্বাস, শেখ আনোয়ার হোসেন, ডাঃ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক এম হাফিজুর রহমান শিমুল, পিএফজি সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, প্রমুখ ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.