
পটুয়াখালীতে বায়োফটিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ু বান্ধব মসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন মঙ্গলবার খাদ্য অধিদপ্তর, পটুয়াখালী ‘র আয়োজনে ও গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন(GAIN)’র সার্বিক সহযোগিতা এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পটুয়াখালী’র সম্মেলন কক্ষে এ দিন সকাল সাড়ে ১০টায়। উক্ত কর্মশালায় পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী। এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এ এস এম নুরুল আখতার নিলয় ও
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি,পটুয়াখালী’র অতিরিক্ত উপপরিচালক ( পিপি) কৃষিবিদ এইচ,এম,শামীম ও পটুয়াখালী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.তৌফিকুর রহমান প্রমুখ। এছাড়াও এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, দৈনিক মানব জমিন’র পটুয়াখালী প্রতিনিধি জালাল আহমেদ, কৃষক সমিতির অন্যতম নেতা কমরেড আবদুল মোতালেব মোল্লা, ব্রাক পটুয়াখালী জেলা সমন্বয়ক মোঃ নেফাজ উদ্দিন ও পটুয়াখালী সদর উপজেলাধীন কমলাপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমুখ। উক্ত কর্মশালায় এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাফর খান, পটুয়াখালী সদর,বাউফল ও দুমকি উপজেলার কৃষি অফিসার গন, কলাপাড়া, মির্জাগঞ্জ ও গলাচিপা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার বৃন্দ, বাউফল উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে, গলাচিপা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাসান ও কলাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর উল্লাহ ,পটুয়াখালী সোনালী ব্যাংক নিউটাউন শাখার ম্যানেজারের প্রতিনিধি, পটুয়াখালী সদর ,বগা, কালাইয়া,গলাচিপা ও খেপুপাড়া এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জিয়াউল মোর্শেদ, মোঃ জাকির হোসেন, মোঃ আবদুল্লাহ আল মামুন ও আবদুর রহমান, জিংক সমৃদ্ধ ধান উৎপাদনকারী মনোনীত ৫ জন কৃষক,বিভিন্ন অটো রাইস মিলের মালিক ও প্রতিনিধি গন,সাংবাদিক বৃন্দ, পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারী গন ও গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রোভড নিউট্রিশন (GAIN)’র প্রজেক্ট ম্যানেজার আহমেদ সিহাব জামান সহ গেইন’র অন্যান্য কর্মকর্তা গন।