
পটুয়াখালী জেলার দুমকি থানায়, পুলিশ-জনতা ঐক্য করি, র্স্মাট বাংলাদেশ গডে় তুলি। এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি থানার আয়োজনে কমিউনিটি পুলিশিংডে উপলক্ষে র ্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুমকী থানার মূল ফটক থেকে এক র্বণাঢ্য র ্যালী বের করে দুমকির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে কেক কাটা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুমকী থানার অফিসার ইনর্চাজ তারেক মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার বাউফল, দুমকী র্সাকেল মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা র্নিবাহী অফিসার আল ইমরান, দুমকি.উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা,আংগারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম র্মতুজা শুক্কুর সহ দুমকি উপজেলার পুলিশিং কমিটির বিভিন্ন স্তরের কমিটির নেতৃবৃন্দ, এলাকার সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।