ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মির্জাগঞ্জের দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক’র বিরুদ্ধে গোপনে কমিটি গঠনসহ অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। তার বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন উক্ত স্কুলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, দাতা, প্রতিষ্ঠাতা ও স্থানীয়রা। সুত্রে জানা গেছে, এদিকে ২২ জুন এ প্রধান শিক্ষক কর্তৃক গোপনে ও অনিয়মতান্ত্রিকভাবে বোর্ডে প্রেরিত কমিটি অনুমোদন বাতিলকরণসহ তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকতা’র কাছে লিখিত অভিযোগও দিয়েছেন একটি মহল।উক্ত অভিযোগে উল্লেখ করা হয় যে, ২০২১ সালে ১০ম শ্রেণীর জনৈক এক ছাত্রীর শ্লীলতাহানী করেন সে। এর আগে ২০১১ সালে তার প্রথম কর্মস্থল একই উপজেলার বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে একাধিক ছাত্রীর ও অভিভাবকের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেগনেট করার দায়ে কমিটি তাকে চাকুরীচ্যুত করেন এবং জুতার মালা পরিয়ে বিদায় করেন। ২০২৩ সালে সে অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করে প্রশ্নপত্র আউট করে নিয়োগ বোর্ড না বসিয়ে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেন। তিনি স্কুল কমিটিকে ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে হন প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক হওয়ার পর হতে এলাকাবাসী আর কখনও কমিটির মুখ দেখেনি। গোপনে পকেট কমিটি করে বোর্ড হতে অনুমোদন করে নিয়ে আসেন। স্কুলের বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাত, মহিলা শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়া, ছাত্রীদের গায়ে হাত দেয়া, শিক্ষক ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা তার অভ্যাসে পরিনত হয়েছে। এমনকি ২০২২ সালে সে অত্র স্কুলের অত্যন্ত প্রবীণ সহকারী শিক্ষক (বিজ্ঞান ও গণিত) আসাদুজ্জামানকে প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে মারধর করেন। তখনও এলাকাবাসী তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।এ ব্যাপারে জানতে মির্জাগঞ্জ উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম হাওলাদার এর মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন কল রিসিভ করেন নি। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যপারে জানতে মির্জাগঞ্জ উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতির মুঠোফোন নম্বর শতচেষ্টা করেও সংগ্রহ করা যায়নি। এজন্য তার বক্তব্য নেওয়া যায় নি। উক্ত বিষয় জানতে ও মাধ্যমিক শিক্ষা অফিসারের মুঠোফোন নম্বর সংগ্রহ করতে মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করলে এ অফিসের জনৈক এক স্টাফ নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, শিক্ষা অফিসারের ফোন নম্বর তার কাছে নেই। এজন্য মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ