ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

মির্জাগঞ্জের দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক’র বিরুদ্ধে গোপনে কমিটি গঠনসহ অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। তার বিরুদ্ধে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন উক্ত স্কুলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, দাতা, প্রতিষ্ঠাতা ও স্থানীয়রা। সুত্রে জানা গেছে, এদিকে ২২ জুন এ প্রধান শিক্ষক কর্তৃক গোপনে ও অনিয়মতান্ত্রিকভাবে বোর্ডে প্রেরিত কমিটি অনুমোদন বাতিলকরণসহ তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকতা’র কাছে লিখিত অভিযোগও দিয়েছেন একটি মহল।উক্ত অভিযোগে উল্লেখ করা হয় যে, ২০২১ সালে ১০ম শ্রেণীর জনৈক এক ছাত্রীর শ্লীলতাহানী করেন সে। এর আগে ২০১১ সালে তার প্রথম কর্মস্থল একই উপজেলার বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ে সেখানে একাধিক ছাত্রীর ও অভিভাবকের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেগনেট করার দায়ে কমিটি তাকে চাকুরীচ্যুত করেন এবং জুতার মালা পরিয়ে বিদায় করেন। ২০২৩ সালে সে অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ম্যানেজ করে প্রশ্নপত্র আউট করে নিয়োগ বোর্ড না বসিয়ে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেন। তিনি স্কুল কমিটিকে ম্যানেজ করে মোটা অংকের টাকার বিনিময়ে হন প্রধান শিক্ষক।

প্রধান শিক্ষক হওয়ার পর হতে এলাকাবাসী আর কখনও কমিটির মুখ দেখেনি। গোপনে পকেট কমিটি করে বোর্ড হতে অনুমোদন করে নিয়ে আসেন। স্কুলের বিভিন্ন ফান্ডের অর্থ আত্মসাত, মহিলা শিক্ষিকাকে কুপ্রস্তাব দেয়া, ছাত্রীদের গায়ে হাত দেয়া, শিক্ষক ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা তার অভ্যাসে পরিনত হয়েছে। এমনকি ২০২২ সালে সে অত্র স্কুলের অত্যন্ত প্রবীণ সহকারী শিক্ষক (বিজ্ঞান ও গণিত) আসাদুজ্জামানকে প্রকাশ্যে শিক্ষার্থীদের সামনে মারধর করেন। তখনও এলাকাবাসী তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন।এ ব্যাপারে জানতে মির্জাগঞ্জ উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম হাওলাদার এর মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন কল রিসিভ করেন নি। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যপারে জানতে মির্জাগঞ্জ উপজেলার দেউলী পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতির মুঠোফোন নম্বর শতচেষ্টা করেও সংগ্রহ করা যায়নি। এজন্য তার বক্তব্য নেওয়া যায় নি। উক্ত বিষয় জানতে ও মাধ্যমিক শিক্ষা অফিসারের মুঠোফোন নম্বর সংগ্রহ করতে মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করলে এ অফিসের জনৈক এক স্টাফ নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, শিক্ষা অফিসারের ফোন নম্বর তার কাছে নেই। এজন্য মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ