ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ:পরিকল্পনা মন্ত্রী

মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থনীতিতে এগুচ্ছে দেশ। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আমরা আশাবাদী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৩১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো এবং আগামী ৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে উচ্চ আয়ের দেশে পরিগণিত হবো, ইনশাল্লাহ। ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার (২৩ জুন) বিকাল ৪টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হয়েছে। তা
একমাত্র বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। তাঁর সফল নেতৃত্বের কারণেই বাংলাদেশের নির্বাচন সুষ্ঠ হয়েছে। দেশকে উন্নত আয়ের দেশে পরিণত করতে দলের নেতাকর্মী ও জনগণকে সবসময় আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শাহান ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণুর যৌথ সঞ্চালনায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও আওয়ামী জনতা স্বতঃস্ফূর্তভাবে র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।এছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠানের ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বাবু রাশ মোহন শাহান, ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন, শ্রমিকলীগের আহবায়ক নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান
শফিউল আলম রাসেল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম তামান্না, খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু প্রমুখ।
এসময় মন্ত্রীর পিএস উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, মন্ত্রীর জ্যেষ্ঠ কন্যা ব্যক্তিগত রাজনৈতিক সহকারী ওয়াহিদা হোসেন রূপা, মন্ত্রীর এপিএস আবু নছর ভূইয়া মাসুক, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল মারেক চৌধুরী স্বপন সহ দলীয় নেতাকর্মী ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ