
চেষ্টা মানবতার পক্ষে আমরা এ স্লোগান কে সামনে রেখে “চেষ্টা” র পক্ষ থেকে পটুয়াখালীর পাঁচ বীর কন্যাকে সংবর্ধনা ও সম্মানন প্রদান করা হয়েছে। ২৪ জুন সোমবার সকাল ১০ টায় পটুয়াখালীর এলজিইডি’র সম্মেলন কক্ষে এ পাঁচ বীর কন্যাকে সংবর্ধনা ও সম্মানন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ লতিফ হোসেন, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি,পটুয়াখালী। এসময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাদল ব্যানার্জী। উক্ত পাঁচ বীর কন্যাকে সংবর্ধনা ও সম্মানন অনুষ্ঠানে এ সময় সভাপতিত্ব করেন লায়লা নাজনীন হারুন, প্রেসিডেন্ট “চেষ্টা “। এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসময় সাধারণ সম্পাদক দিলরুবা বেগম ও সদস্য শাহনাজ মান্নান , “চেষ্টা”। উক্ত অনুষ্ঠানে এসময় “চেষ্টা”র সদস্য, বীর মুক্তিযোদ্ধা গণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের পাঁচ বীরঙ্গনা পটুয়াখালী সদর উপজেলার হাজেরা বেগম, জামিলা বেগম,রিজিয়া ও সৈয়তুন নেছা এবং মির্জাগঞ্জ উপজেলার আলেয়া বেগম ও সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এ অনুষ্ঠানের আয়োজক গন পাঁচ বীর কন্যাদের হাতে শাড়ী তুলে দিয়ে তাদের উত্তরীয় পরিয়ে দেয় এবং তাদের মাঝে গাভী গরু বিতরণ করেন।