
রাজধানীর শেরে বাংলা নগর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূইয়া।
সোমবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা গেছে, স্ট্রোক জণিত কারণে তার মৃত্যু হয়েছে।
সোমবার ( ২৪ জুন ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার (ওসি) আহাদ আলী।
তিনি বলেন,বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জল্লাদ শাহজাহান। চিকিৎসাধীন অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়েছে। লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
ডিআই/এসকে