
পটুয়াখালীর ছোটবিঘাই ইউনিয়নে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে নির্যাতন ও মারধর করার অভিযোগ উঠেছে। এঘটনাটি ঘটেছে উক্ত ইউনিয়নের মাটিভাংগা এলাকায়। এ ঘটনায় উক্ত প্রতিবন্ধী রাহাত ঘরামীর দিনমজুর পিতা হাবিব ঘরামী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। যার এসএল নং-২৩৪৮, তারিখ: ২২.০৬.২৪ইং।রাহাত ঘরামীর বাবা হাবিব ঘরামী সাংবাদিকদের বলেন ,পূর্ব বিরোধের জেরে ২২ জুন শনিবার দুপুরের সময় তার বুদ্ধি প্রতিবন্ধী ছেলে রাহাতকে গাছের সাথে বেঁধে খবির হাওলাদার ও তার ছেলে মিলন হাওলাদার এলোপাথারি মারপিট করে তার শরীরে বিভিন্ন স্থানে ফুলা জখম করে। পরে স্হানীয়দের সহায়তায় রাহাতকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দৃস্টান্তমূলক শাস্তি দাবী করেন দিনমজুর হাবিব ঘরামী। এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, তিনি অভিযোগ পেয়েছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।